টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
চলনবিলাঞ্চলে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

চলনবিলাঞ্চলে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

শস্যভান্ডার খ্যাত চাটমোহরসহ চলনবিলে সরিষার বাম্পার ফলন হয়েছে। আশানুরূপ দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুঁটেছে।

চলনবিলাঞ্চলের চাটমোহর উপজেলায় এখন পুরোদমে চলছে সরিষা উঠানো ও মাড়াইয়ের কাজ। মাঘী সরিষা উঠানো প্রায় শেষ হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে স্বেতী সরিষা উঠানোর কাজও শেষ হয়ে যাবে। যে সমস্ত জমির সরিষা উঠানো হয়েছে সে জমিতে এখন বোরো ধানের চারা রোপণ করছেন কৃষকেরা।

চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা রবিউল করিম জানায়,উপজেলাতে ৫ হাজার ৬৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এ থেকে উৎপাদন হবে ৭ হাজার ৫০০ টন।

মির্জাপুর গ্রামের কৃষক শফিফুল ইসলাম জানায়, ৫ বিঘা জমিতে স্বেতী সরিষা আবাদ করেছি। বিঘায় ৪ থেকে ৫ মণ হারে ফলন হচ্ছে। বাজারে প্রতিমণ সরিষার মূল্য এখন ১ হাজার ৮শ টাকা থেকে ১ হাজার ৯শ টাকা। তিনি জানান, ১ বিঘা জমিতে সরিষা উৎপাদনে চাষ বাবদ ৪শ টাকা, বীজ বাবদ ১শ টাকা, ডিএপি পটাশ ইউরিয়া সার মিলে ২ হাজার, উঠানো খরচ বিঘাপ্রতি ১ হাজার টাকা হিসেবে মোট প্রায় ৩ হাজার ৫শ টাকা খরচ হয়। ১ হাজার ৮শ টাকা করে দরে বিঘাপ্রতি ৪ মণ সরিষা বাজার মূল্যে পাওয়া যাচ্ছে ৭ হাজার ২শ টাকা। এতে বিঘাপ্রতি কৃষকরা লাভবান হচ্ছেন প্রায় ৪ হাজার টাকা।

 

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital