এই ঘটনায় আহত হয়েছে চারজন। খবরে বলা হয়, বৃহস্পতিবার বিতলিস প্রদেশের তাতভান শহরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এত সেনা বাহিনীর নয় সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুগার টাইপ হেলিকপ্টারটি নিকটস্থ বিনগোল প্রদেশ থেকে তাতভানে যাচ্ছিল। হেলিকপ্টারটি রাডার থেকে বেলা ২টা ২৫ মিনিটে অদৃশ্য হয়ে যায়। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেয়া হয়েছে।