মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে পাবনা সদর থানা ওসি নাসিম আহমেদ এ তথ্য জানান। ওসি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সদর পৌর এলাকার আটুয়া হাউজ পাড়ার আমির হোসেন প্রান্ত (২৫), মো. হৃদয় বিশ্বাস অপু (২৪), মো. বাদশা আলম (২২) এবং টাটিপাড়ার মো. অনিক খান (১৯) ও মো.নয়ন হোসেন পাপ্পু (২০)। এসময় তাদের কাছ থেকে দুইটি পালসার, একটি ডিসকভারি ও একটি ইয়াহামা আরওয়ান ফাইভ মোটরসাইকেল আটক করা হয়।
ওসি জানান, দীর্ঘদিন ধরে তারা মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় কেনা-বেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।