টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সারার ছবি নিয়ে ‘হইচই’

সারার ছবি নিয়ে ‘হইচই’

বলিউড অভিনেত্রী সারা আলী খান নানা কারণে সারা বছরই আলোচনায়। গ্লামারখ্যাত এ অভিনেত্রী অনলাইন দুনিয়াতেও বেশ সরব। তার দৃষ্টি কাড়া ছবি আর কয়েক লাইন লেখনি, মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কাছে ব্যাপারটা খুব পরিচিত।

সম্প্রতি মালদ্বীপের সৈকতে বিকিনিতে উষ্ণতা ছড়াতে দেখা গেল তাকে। আগেও বহুবার বিকিনি পরা ছবিতে হাজির হয়েছেন তিনি। খুব সম্ভবত এই ছবিটি কিছুদিন আগে সারার মালদ্বীপ বেড়াতে যাওয়ার সময় তোলা।

ওই সফরে সবুজ-সাদা স্ট্রাইপ, বিকিনিতে সারার পোস্ট করা ছবিটিও কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের নিয়মিতভাবেই বিকিনি পরা ছবি পোস্ট করতে দেখা যায়।

মালদ্বীপে এবার তার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলী খান। সিনেমার দুনিয়ায় পা রাখার আগে থেকেই খবরের শিরোনামে উঠে আসতে শুরু করেন সারা আলি খান।

এর আগেও বিভিন্ন সময় ইনস্টাগ্রামে একাধিক খোলামেলা ছবি পোস্ট করতে দেখা গিয়েছে সাইফ কন্যাকে। মাত্র ৪ বছর বয়সে প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital