টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বিয়েতে নিজে পরবেন শাড়ি-স্বর্ণ, স্বামীকে লুঙ্গি

বিয়েতে নিজে পরবেন শাড়ি-স্বর্ণ, স্বামীকে লুঙ্গি

বলিউড ক্যারিয়ারের খুব বেশি সময় হয়নি প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। এখন পর্যন্ত বলিউডের মাত্র দুটি পূর্ণদৈর্ঘ্য ছবি এবং একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। কিন্তু তারপরেও বেশ বিলাস-বহুল জীবনযাপন করছেন ২৩ বছরের এই তরুণী।

দেরিতে বিয়ে আর জাঁকজমকপূর্ণ আয়োজন বলিউড তারকাদের খুব পরিচিত ব্যাপার। ছোটবেলা থেকেই নিজের বিয়ে নিয়ে নানান পরিকল্পনা করতেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। করোনাকালে ‘ধড়ক’ খ্যাত এই নায়িকা বাবা ও ছোট বোনের সঙ্গে ঘরবন্দী সময় কাটিয়েছেন। তবে বিরতি ভেঙে ফের কাজে ফিরেছেন।

সম্প্রতি ভারতীয় ম্যাগাজিন ব্রাইডস টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন শ্রীদেবী কন্যা। ম্যাগাজিনটির বরাতে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড লিখেছে, জাহ্নবীকে বিয়ে করতে হলে বিয়েতে তাঁর স্বামীকে পরে আসতে হবে লুঙ্গি।

এ বিষয়ে জাহ্নবী আরও জানান, খুব বড়সড় অনুষ্ঠান করে বিয়ে করতে রাজি নন তিনি। সীমিত সংখ্যক লোকজন, মানে ঘনিষ্টদের নিয়েই তিনি বিয়ে করতে চান। এছাড়া তিনি বিয়ের দিন কাঞ্জিভরম শাড়ি পরতে চান, সঙ্গে থাকবে স্বর্ণের অলংকার এবং চুলে থাকবে গাজরা।

এদিকে, জাহ্নবীর বলিউডে অভিষেকের মাত্র কয়েক মাস আগে মারা যান শ্রীদেবী। ঈশান খট্টরের বিপরীতে ‘ধড়ক’ সিনেমায় জাহ্নবীর অভিষেক হয়। ১১ মার্চ জাহ্নবীর ‘রুহি সিনেমাটি মুক্তি পাচ্ছে। রাজকুমার রাও এবং বরুণ শর্মাকে নিয়ে বর্তমানে তিনি এখন সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital