পাবনায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। দিনটি পালনের লক্ষ্যে জেলা মহিলা আওয়ামীলীগ সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা। সভায় পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি’র পরিচালনায় বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সীমা, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশিদা খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আরা শিখা প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাসি খাতুন, তথ্য বিষয়ক সম্পাদক স্নিগ্ধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইনসান, সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, দপ্তর সম্পাদক মূর্শিদা খাতুন সহ জেলা মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।