সোমবার রাতে নির্যাতিতা ওই ছাত্রীর মা বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, তিন চার মাস আগে যশোর সদরের এক স্কুল ছাত্রীর সাথে বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের এক যুবকের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে দু’জনের মধ্যে সংখ্যতা গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ৭ মার্চ সন্ধ্যায় আসামি ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উপজেলার হাবুল্যা এলাকায় একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন রাত সাড়ে ৮টায় জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি আটকে অভিযান চলছে।