টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মাগুরায় আগুনে পুড়িয়ে হত্যার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

মাগুরায় আগুনে পুড়িয়ে হত্যার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

মাগুরায় আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে সংবাদ সম্মলন করে নিহতের পরিচয় প্রকাশের পাশাপাশি হত্যাকা-ে জড়িতের সম্পর্কে জানান পুলিশ সুপার জহিরুল ইসলাম।
তিনি জানায়, নিহত ব্যক্তির নাম এসকেন মোল্লা। তার বাড়ি ঝিনাইদহের হাটগোপালপুর বেড়বাড়ি গ্রামে। ২৮ ফেব্রুয়ারি রাতে মাগুরার দারিয়াপুর গ্রামের শ্মশান ঘাট এলাকায় জুয়া খেলছিলেন এসকেন মোল্যা। খেলায় অর্থ জিতে যাওয়ায় তাকে গলাটিপে তাকে হত্যার করে তার সঙ্গীরা।
এরপর মরদহে গুম করতে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় পরদিন মরদেহ উদ্ধার ও পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে সিআইডি এবং পিবিআই। হত্যাকা-ে জড়িতদের মধ্যে মিনহাজ মোল্লা মিরাজ, আনসার উদ্দিন বিশ্বাস ও শহর আলি নামের ৩ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital