সেখানে টানা ২২ দিন থাকবেন। পাবনায় জায়গাটার পরিবেশ ভালো লেগেছে তাঁর। সেখানেই শুরু হচ্ছে নতুন সিনেমার কাজ। শুটিং করতে হবে তাঁকে। নতুন ছবি ‘অন্তরাত্মা’র জন্য নায়িকা আসছেন ভারত থেকে।
গত শুক্রবার পাবনায় গিয়েছিলেন শাকিব খান। রাতে অংশ নেন নতুন ছবির মহরতে। শনিবার সকাল থেকে ছিলেন ক্যামেরার সামনে। শুরু হয়ে গেছে তাঁর ঈদের সিনেমার শুটিং। তবে ভারতীয় নায়িকা আসবেন দুই দিন পর। পাবনা ও আশপাশের এলাকায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং হবে। এরপর তিনি ঢাকায় ফিরবেন। এসেই শুটিং শুরু করবেন নতুন ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির।
ছবিটি নিয়ে শুরু থেকেই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। বিশেষ করে ছবির গল্পটা তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। এ এক নিখাদ প্রেমের গল্প। এমন গল্পের জন্যই অভিনয়শিল্পীরা অপেক্ষা করে থাকেন।
‘অন্তরাত্মা’ ছবির অভিনেত্রী দর্শনা বণিক আগেও বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেছেন। এবার শাকিব খানের সঙ্গে কাজ করবেন বলে ভীষণ রোমাঞ্চিত এই অভিনেত্রী।