স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইডিজিডিসি) অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলার সহকারী প্রোগ্রামার মাসুদ রানা। প্রশিক্ষণে মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।