পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে ৯ মার্চ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ২ জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনসহ মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজা এবং বিএনপি
প্রার্থীরা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ রওশন আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য দুই দফা নির্বাচন স্থগিত ঘোষণার পর আগামী ৩১মার্চ তৃতীয় দফায় উক্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।