গতকাল মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুরের পার্শ্ববর্তী ব্রিজঘাট এলাকার আলামপুর গ্রামের কুলবাগানে এঘটনা ঘটে। নিহত ওসমান আলী ওই এলাকার মৃত আজিজ বক্সের ছেলে। এ ঘটনায় একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে মকসেদ আলী, রমজান আলী এবং আলমগীরের স্ত্রী, আজিজ বক্সের ছেলে খাদেম আলী ও হারুন মিয়ার স্ত্রী ইতি খাতুন আহত হয়েছেন।
এদের মধ্যে ৩ জনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে। স্থানীয় আজমপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ছোট ভাই আলমগীরের সঙ্গে জমি-জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মাথায় ভাইপোর দায়ের কোপে ঘটনাস্থলেই চাচা ওসমান আলী নিহত হন। স্থানীয়রা জানায়, জমি-জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আলমগীর হোসেনের ছেলে আয়নাল হোসেনের দায়ের কোপে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, জমি-জায়গা নিয়ে বিরোধের জের ধরে ওসমান আলীর ভাইপো আয়নাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করে। এব্যাপারে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।