ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে হবিগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল দেব জানান, সোমবার বিকেলে কিশোরী বাড়িতে একা ছিলো। আর এই খবর জানতে পারে তাদের পূর্ব পরিচিত ব্যবসায়ী বাবুল মিয়া (২৮)। একা পেয়ে অভিযুক্ত ধর্ষক বাবুল মিয়া শিশু মেয়েটিকে ধর্ষণ করে।
বর্তমানে কিশোরীকে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট পাঠানো হয়। মেয়েটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, অভিযুক্ত বাবুল মিয়াকে হবিগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।