অভিযুক্ত জয়নাল পাটোয়ারী উপজেলার বিজয়রামপুর গ্রামের হানিফ পাটোয়ারীর ছেলে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার মাছনা বেগমপুর গ্রামের এক নারীর সাথে জয়নাল পাটোয়ারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তিনি। গত কয়েকদিন আগে ভূক্তভোগী নারী জয়নালকে বিয়ের কথা বললে তিনি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। অবশেষে মণিরামপুর থানা পুলিশের নিকট ধর্ণা দিলেও পুলিশ উল্টো অভিযুক্ত জয়নালের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
এ বিষয়ে মণিরামপুর থানার এসআই সাকিবের নিকট গেলে একটি টাচ ফোন সেট রেখে দেয়। এমনকি জয়নালের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার চাপ প্রয়োগ করেন। এ থেকে পরিত্রাণ পেতে সম্প্রতি ভূক্তভোগী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। যা তদন্তের জন্য মণিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ভূক্তভোগী নারী বলেন, ‘জয়নাল আমাকে বিয়ের কথা বলে দীর্ঘদিন ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। পরে যখন আমাকে বিয়ে করার কথা বলি, সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ন্যায় বিচারের জন্য আদালতে মামলা দায়ের করি।’