বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলার ধনাকুশা মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। খোদেজা চারদিন আগে নিখোঁজ হন। আজ ওই বৃদ্ধার নিজ বাড়ির আঙিনা থেকে লাশটি উদ্ধার হলো। খোদেজা ওই এলাকার মৃত আশকর আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোদেজা গেল ৭ মার্চ রাতে নিখোঁজ হন। পরদিন ৮ মার্চ বৃদ্ধার ছেলে খোরশেদ আলী বাদী হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ সকালে বৃদ্ধার বাড়ির উঠানে একটি কুকুর মাটি আঁচড়ে বস্তার মুখ খোলার চেষ্টা করছিলো। এ সময় বস্তা থেকে বিকট দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে বস্তায় খোদেজার গলিত লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে মাটি খুঁড়ে গর্ত থেকে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।