১১ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় লাল বর্ণ বাংলাদেশ (স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম) পাবনা জেলা শাখার আয়োজনে লাল বর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রকিবুল হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন।
এ সময় শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।