শনিবার সকালে নিজেই মুক্তির তারিখ ঘোষণা করলেন বলিউডের ভাইজান সালমান খান। আসছে ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এক পোস্টে সালমান খান লিখেন, ঈদে মুক্তি দেবো কথা দিয়েছিলাম, ঈদেই আসবে। আর আমি একবার কথা দিলে… ! ১৩ মে মুক্তি পাবে ছবিটি।
এর আগে, গেলো বছরের অক্টোবরে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, সিনেমাটির একটি গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং বাকি ছিল। খুব দ্রুতই ১৫ দিনের লটের শুটিংয়ে সিনেমার দৃশ্যধারণ শেষ হবে।
সালমান খান ফিল্মস, সোহেল খান প্রোডাকশনস এবং রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। ২০১৯ সালের অক্টোবরে পোস্টার মুক্তির মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। গেল বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এ ছাড়া সিনেমাটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাব, রণদীপ হুদাসহ অনেককে।