শুক্রবার ৭ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এর দিক-নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর গোপায়া ইউপির ধুলিয়াখাল-রায়ধর বাইপাস সড়ক অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ আলমগীরকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চট্টগ্রাম জেলার জাহাঙ্গীর নামের আরেক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।আটককৃত মাদক কারবারি আরব আলী ওরফে আলমগীর সদর উপজেলার রায়ধর গ্রামের মৃত হামিদ উল্লাহারে ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন , মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। হবিগঞ্জ জেলা থেকে মাদক পুরোপুরিভাবে নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।