টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
চাটমোহরে মশারী বিতরণ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান

চাটমোহরে মশারী বিতরণ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান

মশার উপদ্রব বাড়ায় ১৪ মার্চ রবিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন তার অফিস কক্ষে ব্যক্তিগত উদ্যোগে কিছু সংখ্যক মশারী বিতরণ করেছেন।

মশার কামড় থেকে রক্ষা পেতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলার কয়েকটি গ্রামের মানুষের মাঝে মশারী বিতরণ করেন তিনি।  মশারী প্রাপ্তরা জানান, এখন ঘুমানোর সময় মশার কামর থেকে রক্ষা পাবো এবং নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এ প্রসঙ্গে প্রভাষক ফিরোজা পারভীন জানান, “আমি আমার সাধ্যমত অল্প সংখ্যক মানুষের মাঝে মশারী বিতরণ করেছি। আমার উদ্দেশ্য হলো এটি দেখে স্বচ্ছল মানুষ, জনপ্রতিনিধিরা যেন সচেতন হন। তারা অনুপ্রাণীত হয়ে, উৎসাহী হয়ে গরীব দুস্থ মানুষের মাঝে মশারী বিতরণ করলে গরীব দুঃখীরা মশার কামড় ও মশাবাহিত রোগ থেকে রক্ষা পাবে।”

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital