বড়াল নদ দখল ও দূষণ মুক্ত করে নদের জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান এ প্রতিপাদ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বড়াল রক্ষা আন্দোলন ও চিত্র গৃহ চাটমোহরের আয়োজনে চাটমোহর পৌরসদরের মাস্টারপাড়ায় অবস্থিত ছবি অংকন শিক্ষা প্রতিষ্ঠান চিত্রগৃহ প্রাঙ্গনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক অঞ্জন ভট্ট্রাচার্য, সদস্য সচিব এস এম মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ প্রমূখ।