টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফের আলোচনায় সেই ‘লেডি গ্যাং’ লিডার

ফের আলোচনায় সেই ‘লেডি গ্যাং’ লিডার

চট্টগ্রামের আলোচিত ‘লেডি গ্যাং’ লিডার তাহমিনা সওদাগর তমা ওরফে সিমরান সিমিকে আটক করেছে পুলিশ।

এবার তার বিরুদ্ধে এক তরুণীকে শাসানো ও মারধরের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (১৪ মার্চ) দুপুরে নিজ বাসা থেকে তাকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ।

অভিযুক্ত সিমি চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে। তবে তাদের গ্রামের বাড়ি খুলনা বাগেরহাটে। ৬ বছর আগে তার পিতা মারা যান। এক ভাই ও মাকে নিয়ে নগরের সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকে। স্থানীয় একটি কলেজের এই শিক্ষার্থী সে।

শুক্রবার (১২ মার্চ) ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছে সিমি। ওই তরুণী ক্ষমা চাইলেও বেশ উত্তেজিত দেখা গেছে এই লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে সঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থাপ্পড় মারে। এসময় ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকে- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিমির যে বন্ধুটি ওই মেয়েকে মারধর করছিল তার নাম সামির। সামির পতেঙ্গা এলাকায় ধামা সামির নামে পরিচিত। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের সৈয়দ বলেন, সিমিকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে কালকের ভাইরাল হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যই মূলত থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে গত বছরের ২৪ আগস্ট চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় অধরা মোহনা নামে এক মেয়েকে বাড়িতে ঢুকে মারধর করে আসার অভিযোগে ইপিজেড থানায় গ্রেপ্তার হয়েছিল সিমি। নিজেকে লেডি ডন হিসেবে পরিচয় দিতে পছন্দ করা এই কিশোরীর বিরুদ্ধে অসংখ্য মেয়েকে মারধর করার অভিযোগ রয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital