মঙ্গলবার দুপুরে ওই যুবতী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত দুই কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরেই হিলির ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মোত্তালেব ও ইসমাইল হোসেন। তাদের বাড়ি ঘোড়াঘাট উপজেলায়।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, হিলির ডাঙ্গাপাড়া গ্রামের নুর ইসলামকে গুপ্তধন উদ্ধার করে দেয়ার কথা বলে আব্দুল মোত্তালেব। আর উদ্ধারকাজে যুবতী মেয়ের প্রয়োজন বলে জানান তিনি। পরে ৫ হাজার টাকার বিনিময়ে ওই গ্রামের এক যুবতী মেয়েকে ঠিক করে তারা।
মেয়েটির ওপর জ্বীন ভর করিয়ে গুপ্তধন উদ্ধার করা হবে বলে অচেতন করার ওষুধ খাওয়ানো হয়। এরপর তাকে পালাক্রমে তারা ধর্ষণ করা হয়। পরে ধর্ষণের শিকার মেয়েটি থানায় দুজনসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।