টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
হঠাৎ মোদির প্রধান উপদেষ্টার পদত্যাগ

হঠাৎ মোদির প্রধান উপদেষ্টার পদত্যাগ

ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা পদত্যাগ করেছেন বলে জানিয়েছন দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়, সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব ১৮ মাস আগে মোদির অফিসে যোগদান করেন। কিন্তু হঠাৎ করে মোদির আস্থাভাজন এই আমলার পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

পি কে সিনহাকে জায়গা করে দেওয়ার জন্যই ২০১৯ সালে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদটি তৈরি করা হয়। মোদি যতদিন ক্ষমতায় থাকবেন, পি কে সিনহা ততদিন এই পদে থাকবেন বলেই তার নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এই সিনহা। তিনি ভারতের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। চার বছর ধরে তিনি মন্ত্রিসভায় সচিব পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে তিনি ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস (আইএএস) অফিসার হিসেবে কাজ শুরু করেন।

মোদির ক্ষমতার প্রথমে তাকে মন্ত্রিপরিষদর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে প্রধানমন্ত্রী দফতরে কর্মকর্তা হিসেবে বিশেষ সুযোগ দেয়া হয়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital