যমুনা সরকার উক্ত মহল্লার মৃত গোসাই চন্দ্র সরকারের স্ত্রী। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে প্রতিবেশীরা যমুনা সরকারের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশের বাগানের একটি জাম গাছের সাথে হেলান দেয়া অবস্থায় তার লাশটি দেখতে পান। প্রতিবেশীদের নিকট খবর পেয়ে যমুনা সরকারের ছেলেরা তাদের মায়ের লাশ বাড়িতে নিয়ে আসে। এ খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয় এবং পরে ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় চাটমোহর থানা পুলিশ বৃহস্পতিবার যমুনা সরকারের দুই ছেলে স্বপন ও রতনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। তাকে শ্বাসরোধে হত্যার পর গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখেছিল হত্যাকারী। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।