টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নেপাল সফরের আগে বাংলাদেশ দলে করোনার থাবা

নেপাল সফরের আগে বাংলাদেশ দলে করোনার থাবা

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগের দিন বাংলাদেশ দলে করোনার হানা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুটবল দলের স্ট্রাইকার রাকিব হোসেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, রাকিব করোনায় আক্রান্ত। সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা হলে তার করোনা শনাক্ত হয়। তবে তার মধ্যে কোনো লক্ষণ নেই। তাই ফের করোনা নমুনা দেয়া হয়েছে। ফলাফল জানলে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। আগামী ২৩ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২৯ মার্চ পর্যন্ত। রাকিব যেতে না পারলেও আজ ৩২ সদস্যের বহর নিয়ে নেপালের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।

ত্রিদেশীয় টুর্নামেন্টের বাংলাদেশ দল:

গোলরক্ষক: আনিসুর রহমান, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম;

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও হাবিবুর রহমান সোহাগ;

মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা;

উইঙ্গার/ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ আব্দুল্লাহ ও মেহেদি হাসান রয়েল।

করোনাভাইরাসে আক্রান্ত: রাকিব হোসেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital