তার সিনেমার নাম ‘নেত্রী : দ্য লিডার’। অনন্ত জলিল প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক উপেন্দ্র মাধব। এখন ছবিটির শুটিং চলছে ভারতের হায়দরাবাদে। সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছেন ছোট্ট লুবাবা।
তিনি বলেন, ‘আমি ১৬ তারিখে হায়দরাবাদে এসেছি। বুধবার থেকে শুটিং করছি। বেশ কিছুদিন থাকব। তবে ছবিতে আমার চরিত্র নিয়ে এখনই কিছু বলতে নিষেধ রয়েছে। পরে সময় হলে বিস্তারিত জানাতে পারব। আমি প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
‘নেত্রী : দ্য লিডার’ ছবিতে অভিনয় করছেন অনন্ত জলিল, বর্ষা, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত। এছাড়াও রয়েছেন দক্ষিণ ভারতের কবির দুহান সিং, প্রদীপ রাওয়াত, তরুণ আরোরা প্রমুখ।