টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
এসএসসি পাসে নৌবাহিনীতে চাকরি

এসএসসি পাসে নৌবাহিনীতে চাকরি

বাংলাদেশ নৌবাহিনী বি-২০২১ ব্যাচে টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড শাখায় লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: বি-২০২১

পদের নাম: এমই-২, এমই(এস)-২, ইএন-২ এবং আরইএন-২(বিএন ডকইয়ার্ডের জন্য)

পদের সংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা

* এসএসসি পাস (বিজ্ঞান)

* ৬ মাসের ট্রেড কোর্স করা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে

* ১৭-২৫ বছর।

* বৈবাহিক অবস্থা- অবিবাহিত/বিবাহিত

* বাংলাদেশি পুরুষ নাগরিক

আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইট joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আবেদন ফি: ২০০ টাকা

আবেদনের শেষ সময়: ০৪ এপ্রিল ২০২১

বেতন: প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital