টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
খানসামায় সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা-মা আহত

খানসামায় সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা-মা আহত

দিনাজপুরের খানসামার পাকেরহাটে ভটভটি ও মোটরসাইকেল সংর্ঘষে মিম ইসলাম (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় নিহত মিমের বাবা মোটরসাইকেলচালক গোলাপ শাহ (৪৫) ও তার মা জাকিয়া বেগম (৪০) আহত হয়েছেন।

নিহত স্কুল ছাত্র মিম উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাপড় ব্যবসায়ী গোলাপ শাহ এর বড় ছেলে ও বাংলা বাজার নুরানী কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে উপজেলার পাকেরহাট থেকে রাণীরবন্দর সড়কে পান ধোয়ার ঘাটে লাইসেন্সবিহীন একটি ভটভটির সাথে মোটরসাইকেলের সংর্ঘষ ঘটনা। এতে মোটরসাইকেলের সামনে বসা মিম মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আহত দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, অনিবন্ধিত যানবাহন ও অদক্ষ চালকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital