টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সুনামগঞ্জের মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের ভি জি ডি শতভাগ চাউল বিতরণ ২২৬ কার্ডদারী ভুক্তভোগীর সন্তুষ্টি প্রকাশ

সুনামগঞ্জের মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের ভি জি ডি শতভাগ চাউল বিতরণ ২২৬ কার্ডদারী ভুক্তভোগীর সন্তুষ্টি প্রকাশ

সুনামগঞ্জের মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের ভি জি ডি শতভাগ চাউল বিতরণ ২২৬ কার্ডদারী ভুক্তভোগীর সন্তুষ্টি প্রকাশ।

জানা যায় পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না’র’ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বরখাস্ত হয়ার পর গত ২৬/১১/২০/ ইং তারিখে সদস্য ওয়াসিল আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ক্ষমতা পান,এবং এরিমধ্য ৪ মাসের নিরপেক্ষ জনসেবায় সুনাম ছড়িয়েছে এলাকা জুড়ে। পরিষদের সদস্য বৃন্দ নিয়ে সুন্দর পরিবেশে জনসেবা করে যাচ্ছেন ওয়াসিল আহমেদ।  সেনিটেশন, কোমল মুতি ছাত্র ছাত্রীর মাঝে ব্যাগ বিতরণ, টি আর কাবিটার প্রকল্প বাস্তবায়ন , ৪০ দিনের কর্মসুচির কার্যক্রম শতভাগ সম্পন্ন করণ, ইউনিয়নের সুবিধা ভোগী জনস্বার্থে এলাকার দরিদ্র হত দরিদ্র মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুর ১ টায় জানুয়ারী ও ফেব্রুয়ারী দুই মাসের ৩০ কেজি ইনটেক দুই বস্তা করে চাউল চেয়ারম্যান ওয়াসিল আহমেদ ভুক্তভোগীদের হাতে তুলে দেন। ইউনিয়নের উন্নয়ন কল্পে সদস্য গন নিয়ে সমন্বয়ের মধ্যে প্রতি ওয়ার্ডে সমবন্টন করে যাচ্ছেন বলে ইউ পি সদস্যরা জানিয়েছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital