নিজ দেশ ছাড়িয়ে এখন ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় নন্দিত মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কখনো ঢাকায় আবার কখনো কলকাতায়, এভাবেই যেন সময় কাটছে তার। শনিবার বিকেলেই ঢাকাতে এসেছেন তিনি। এসেই চুক্তিবদ্ধ হলেন সিনেমাতে। প্রথমবারের মত নাম লেখালেন চলচ্চিত্রে। এছাড়াও আসছে ঈদকে ঘিরে বেশ কিছু নাটক ও টেলিছবিতে দেখা যাবে তাকে। যার কারণে এখন ঢাকাতেই বেশি সময় কাটবে তার, এমনটাই জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।
মিথিলার সিনেমার নাম ‘অমানুষ’। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে মিথিলার নায়ক নিরব। নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি হলেও পর্দায় তাদের কেমিস্ট্রি দেখা যাবে প্রথমবারের মত। এর আগে দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন।
দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্রে আসার জন্য এতটা সময় নেওয়ার কারণ হিসেবে রাফিয়াথ রশিদ মিথিলা বলেন, আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। যার জন্য চাইলেও সময় নিয়ে কাজটা করা একটু কঠিন হয়ে পড়ে। অনেক ছবির প্রস্তাবই পেয়েছি কিন্তু গল্প পছন্দ হয়নি। সিনেমা করার জন্য মানসিক প্রস্তুতিরও একটা বিষয় থাকে। কিন্তু এখন আমি প্রস্তুত। গল্প পছন্দ থেকে সময় বের করা সবকিছু মিলিয়ে ‘অমানুষ’ সিনেমাটি করতে যাচ্ছি।
আগামী ঈদকে ঘিরে বেশকিছু নাটক-টেলিফিল্মে কাজ করবেন তিনি। আবু হায়াত মাহমুদের কয়েকটি নাটক, গৌতম কৈরী সহ আরো বেশ কয়েকজন পরিচালকের ঈদ নাটকে অভিনয় করবেন মিথিলা। তবে এরইমধ্যে মিথিলা তানিম রহমান অংশু’র পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিয়াও’, প্রীতি দত্তের পরিচালনায় ‘লাভার্স’ নাটকের কাজ শেষ করেছেন। গেল ১৮ তারিখে মুক্তি পেয়েছে তার ওয়েব অরিজিনালস ‘কন্ট্রাক্ট’, যেটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
আগামী কয়েকদিনের মধ্যে প্রীতি দত্তেরই পরিচালনায় মিথিলা আরো একটি নাটকে কাজ করার কথা রয়েছে বলে জানান প্রীতি দত্ত।
মিথিলা জানান, এর আগে তানিম নূরের পরিচালনায় হৈচৈ’র জন্য ‘একাত্তর’ নামের একটি ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছিলেন। মিথিলা বলেন, ‘এখন আমাকে নিয়মিতই ঢাকাতে থাকতে হবে। কারণ সামনে ঈদের জন্য বেশকিছু কাজ করার চূড়ান্ত কথা হয়েছে। সেসব কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সিনেমার কাজ তো আছেই।
প্রীাত দত্তের সঙ্গে আমার কখনোই কাজ করা হয়ে উঠেনি। যেহেতু আমাদের দেশে নারী নির্মাতার সংখ্যা একেবারেই কম, তাই আমারও ইচ্ছে হলো প্রীতির নির্দেশনায় কাজ করার। কারণ ইউটিউবে তার সঙ্গে কাজ করার আগে তার নির্মিত কয়েকটি কাজ দেখে আমার ভালো লেগেছে। প্রীতি অনেক যত্ন নিয়ে কাজ করে। আমার বিশ্বাস আগামীতেও প্রীতি অনেক ভালো করবে।
এদিকে মিথিলা জানান ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’র আর্লি চাইল্ডহুড ডেভেলপম্যান্ট’র হেড হিসেবে নিয়মিত কাজ করছেন। তবে তিনি ‘ওয়ার্ক ফ্রম হোম’ হিসেবেই কাজ করছেন এখন। যে কারণে তিনি কলকাতাতে কিংবা ঢাকাতে যখন যেখানে খুশী থেকেই অফিস করতে পারছেন নিয়মিত। এদিকে মিথিলা ‘ইউনিভার্সিটি অব জেনেভা’ থেকে ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন’ বিষয়ে পিএইচডি করছেন।