রোববার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাত মাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মাস্ক বিহীন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দিয়ে বলেন, হঠাৎ করে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বার বার বলছে জনসাধারণের সচেতনতার অভাবের কারণেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তাই আইজিপির নির্দেশে সবাইকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেয়া ও জনসচেতনতার জন্য কর্মসূচি।
এ ছাড়াও কর্মসূচিতে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালিতে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হায়দার আলী চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ, (বিশেষ শাখা) মোতাহার হোসেন, (সদর সার্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ।
অপরদিকে বগুড়ায় গত বছরের ১লা এপ্রিল থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত জেলায় ১০ হাজার ১৭২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু ২৫৪ জন।