রোববার দুপুর ১টায় ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কার্যালয়ে সমাবেশের অনুমতির প্রসঙ্গে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
সাক্ষাতের সত্যতা নিশ্চিত করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা মার্চসহ ৩০ তারিখের মহাসমাবেশের বিষয়ে আলোচনা করতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু কমিশনার ব্যস্ত থাকায় উনার সঙ্গে দেখা হয়নি।
পরে পুলিশের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলামের (ভারপ্রাপ্ত কমিশনার) সঙ্গে আমরা কথা বলেছি। উনি আমাদের ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ না করে অন্য জায়গায় করার জন্য অনুরোধ জানিয়েছেন।
আপনারা কি করবেন- এই প্রশ্নের জবাবে এ্যানী বলেন, সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।