টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
বিক্ষোভে উত্তাল ইসরায়েল

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

নির্বাচনের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। আগামী ২৩ মার্চ দেশটিতে চতুর্থ সাধারণ নির্বাচনের কথা রয়েছে। সূত্র: ডয়চে ভেলে, আল-জাজিরা

শনিবার দখলকৃত জেরুজালেমে তার বাসভবনের বাইরে বিক্ষোভ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। এসময় বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অনেকেই ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ঘুষ লেনদেন, প্রতারণা ও দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকারবিরোধীরা।

বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

এদিকে, নির্বাচনে নেতানিয়াহুর দল সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা করেছেন। বিভিন্ন জরিপে সে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।

বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নেতানিয়াহুর সমর্থকরা মনে করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এসব কারণে ইসরায়েলের বাসিন্দারা নেতানিয়াহুর দলকে বিপুল ভোটে বিজয়ী করবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital