২২ মার্চ রবিবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, ঐক্য ন্যাপ ও মহিলা পরিষদ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ন বসবাসের পরিবেশ তৈরীর দাবি জানান।
এ সময় জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাদল কুমার ঘোষ’র পরিচালনায় বক্তব্য দেন, একুশে পদকপ্রাপ্ত কলামিষ্ট, প্রবীন সাংবাদিক রণেশ মৈত্র, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিনয় জ্যোতি কুন্ড, শ্রী শ্রী জয়কালীবাড়ী মন্দিরের সাধারন সম্পাদক শ্রী প্রলয় চাকী, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র, জেলা মহিলা পরিষদের সভাপতি পূরবী মৈত্র,জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তপন সরকার হরি, যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব কুমার সান্যাল বিলু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি প্রভাষ চন্দ্র ঘোষ দুখু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি কৃষ্ণ কুমার সান্যাল কানু, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের কমল চন্দ্র দাস, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি বালাই চন্দ্র সাহা,জেলা পুজা উদযাপন পরিষদের সহ সাধারন সম্পাদক প্রদীপ সাহা, তপন সাহা, পৌর পুজা উদযাপন পরিষদের দিপঙ্কার সরকার জিতু, পাবনা ঐক্য সমাজের সভাপতি বিনয় চক্রবর্তীসহ অনেকে।