স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, পঞ্চাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আমার শুভেচ্ছা। আমি আপনাদের অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। পঞ্চাশ বছর আগে থেকেই আমাদের মধ্যে অংশীদারিত্ব ও বন্ধুত্ব তৈরি হয়েছে, যা এখনো সমানভাবে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিগত বছরটি ছিল আমাদের জন্য একটি কঠিন বছর। আশা করি, আমরা বিশ্বব্যাপী এই স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবো। ভবিষ্যতে আরও ভালো সময়ের জন্য আমরা অপেক্ষা করতে পারি।