মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার আরিফপুর এলাকার একটি আমবাগানে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজশাহীর বাঘা উপজেলার আতব আলী মেয়ে রিপা আরা ওরফে সীমা বেগম (৩৫)। সীমা স্বামী পরিত্যক্তা ছিলেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বারী জানান, সীমা উপজেলা সদরের এক বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে এই বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমবাগানে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়িছে।
তিনি আরও জানান, সীমার মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি নিশ্চিত করে বলা যাবে। তারা বিষয়টি তদন্ত করেও দেখছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।