টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
এরদোয়ান একে পার্টির প্রধান পুনর্নির্বাচিত

এরদোয়ান একে পার্টির প্রধান পুনর্নির্বাচিত

তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার রাজধানী আঙ্কারায় দলীয় কংগ্রেসে পরবর্তী নেতা হিসেবে সর্বসম্মতভাবে তাকে নির্বাচিত করা হয়। আনাদোলু এজেন্সি।

বুধবার দলের সপ্তম গ্র্যান্ড কংগ্রেসে সপ্তমবারের মতো পার্টি চেয়ারম্যান নির্বাচিত হন এরদোয়ান। দলের সহ-সভাপতি আলী ইহসান ইয়াভুজ জানান, এক হাজার ৪৩১টি ব্যালটের মধ্যে এরদোয়ান এক হাজার ৪২৮টি ভোট পেয়েছেন। বাকি তিনটি ব্যালট নষ্ট ছিল।

নিজেকে দলীয় প্রধান হিসেবে যোগ্য মনে করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান। নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন আমাদের কংগ্রেস আমাদের দেশ, জাতি ও দলের জন্য উপকারী হয়। আমাকে আবারও সভাপতির যোগ্য হিসেবে বিবেচনা করায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital