টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ট্রেলারে প্রশংসিত ‘যদি কিন্তু তবুও’, সিনেমা দেখার আগ্রহ তুঙ্গে

ট্রেলারে প্রশংসিত ‘যদি কিন্তু তবুও’, সিনেমা দেখার আগ্রহ তুঙ্গে

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসছে ১ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া জুটির সিনেমা ‘যদি কিন্তু তবুও’।

প্রথমবারের মত দর্শকরা এ জুটির রসায়ন দেখতে পাবেন, যার কারণে স্বভাবতই ছবিটি নিয়ে দুই তারকার ভক্তদের আগ্রহ তুঙ্গে। এটি পরিচালনা করেছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্ট লুক। প্রকাশ্যে আসতেই প্রশংসা কুড়াচ্ছে এটি। শুধু তাই নয়, এরইমধ্যে সিনেমাটির টিজার ও ট্রেলার অবমুক্ত হয়েছে ওটিটি প্লাটফর্ম জি ফাইভের অফিসিয়াল পেইজে। সম্পূর্ণ পারিবারিক গল্পে থাকছে রোমান্স, কমেডি; থাকছে সাসপেন্সও।

১ মিনিট ৭ সেকেন্ডের ট্রেলারে আভাস মিলেছে জমজমাট এক প্রেমের গল্পের। দর্শকরাও মুখিয়ে রয়েছেন সিনেমাটি দেখার অপেক্ষায়। প্রশংসায় ভাসছে ছবির ট্রেলার। নানারকম মন্তব্যে সয়লাব এটি।

একজন তার মন্তব্যে লিখেছেন, মনে হইলো বলিউডের কোন লাভ স্টোরি মুভির ট্রেইলার দেখলাম,,, ওয়াও, অসাধারণ! এছাড়া আরও একজন লিখেন, ট্রেইলারটা মুগ্ধ করেছে একদম, ভালো কিছুর অপেক্ষায়।

অনেকেই মন্তব্যে সিনেমাটোগ্রাফির প্রশংসা করেছেন। একজন লিখেন, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, লোকেশন, গান,ইডিট সব কিছুই পারফেক্ট লাগলো। এখন শধু দেখার পালা। ধন্যবাদ ZEE5 কে এতো ভালো ভালো কাজ উপহার দেয়ার জন্য।

আরও এক মন্তব্যে একজন লিখেন, মনে হইলো হিন্দি সিনেমার ট্রেইলার দেখলাম! এরকম ভাবে যদি অন্যান্য নাটকগুলো বানানো হতো, দর্শকরা ফেবু বাদ দিয়ে এগুলাই দেখতো। ট্রেইলারই যদি এতো অসাধারণ হয়! নাটকটা না জানি কতো সুন্দর হবে!

পরিচালক থেকে ছবিটির কলাকুশলী সকলেরই প্রত্যাশা, দর্শকের মন জয় করবে ‘যদি কিন্তু তবুও’। নির্মাতা শিহাব শাহীন জানান, ‘সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে তারই মজার মজার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এখানে।’

অপূর্ব ও নুসরাত ফারিয়া ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital