আগামী ২৮ মার্চ থেকে বিমান চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের যশোরের ব্যবস্থাপক জাহিদুজ্জামান। তিনি জানান, প্রতিদিন একটি করে ফ্লাইট যাতায়াত করবে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ও বাংলাদেশ বিমান যশোরের স্টেশন ব্যবস্থাপক জাহিদুল ইসলাম।
এ সময় জানানো হয়, ২৮ মার্চ থেকে বাংলাদেশ বিমানের যশোর-ঢাকা রুটে প্রতিদিন ঢাকা থেকে সকাল ৬টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশ্যে বিমান ছাড়বে। একইদিন রাত আটটায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানটি।
এ সময় জেলা প্রশাসক জানান, করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চের সকল আয়োজন স্বল্প পরিসরে হবে।