গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এ জন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা। এমন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দেয়। ওই দিন তিতাস কর্তৃপক্ষ জানায়, ঢাকার আমিন বাজার এলাকায় সড়ক খোঁড়াখুঁড়ির সময় সোমবার রাতে মাটির গভীরে একটি পাইপ ফেটে গেছে।
এতে লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়। বুধবারও গ্যাস সরবারহ স্বাভাবিক না হওয়াতে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা।