টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ঈদের পর

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ঈদের পর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের বেড়ে যাওয়ার কারণে ৩০ মার্চ নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঈদের পর।

বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে খেলতে চাই না।’

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খেলা হচ্ছে না। এ বিষয়ে আজকে টেকনিক্যাল কমিটি বৈঠক করেছে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আগামীকাল চূড়ান্ত ঘোষণা দিবেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ওই বছরের ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। যা এখনও চলমান।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital