টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
দৌলতদিয়ায় ছুটির দিনে বাড়তি চাপ ও ফেরি সঙ্কট

দৌলতদিয়ায় ছুটির দিনে বাড়তি চাপ ও ফেরি সঙ্কট

দৌলতদিয়ায় সাপ্তাহিক ছুটির কারণে যানবাহনের চাপ বেড়েছে এবং ফেরি সংখ্যা কমে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে চরমে। রয়েছে ফেরি ঘাট সঙ্কটও।

শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ও গোয়ালন্দমোড় এলাকার প্রায় ৭ কিলোমিটার মহাসড়কে ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় যানজটে আটকে আছে।

এ যানজটে গত তিন চারদিন আগের যানবাহনও ফেরি পারের অপেক্ষায় মহাসড়কে যানজটে আটকে আছে। ফেরি পার হতে না পারায় যানবাহনের চালক ও যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে। দুটি ফেরি গত ৪ দিন ধরে বিকল হওয়ায় এবং অন্য নৌরুটে দুটি স্থানান্তরের কারণে ফেরির সংখ্যা কমেছে। বর্তমানে ১৮টি ফেরি স্থলে ১৩টি চলাচল করছে। ফেরি ঘাট ৬টির স্থলে চাল রয়েছে ৩টি।

তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে অগ্রাধিকারভাবে পার করা হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যান চালকেরা।

তারা জানান, দৌলতদিয়া ফেরি পার হতে তিন থেকে চারদিন ধরে গোয়ালন্দমোড় এলাকা ও দৌলতদিয়া মহাসড়কে যানজটে আটকে থাকতে হচ্ছে। ফেরি ও ফেরি ঘাট সংখ্যা কমে যাওয়ায় তারা মালামাল নিয়ে ফেরি পার হতে না পারায় ভোগান্তি পোহাচ্ছেন। আজ ছুটির দিনের কারণে যানবাহনের চাপ আরো বেড়েছে। কখন নদী পার হতে পারবেন তা যানেন না চালক ও যাত্রীরা।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, সাপ্তাহিক ছুটির কারণে যানবাহনের চাপ বেড়েছে। আগের চাইতে কমেছে ফেরির সংখ্যা। এদিকে ফেরি ঘাটের সংখ্যাও কম। এ কারণে কাঁচামাল ও অন্যান্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো সিরিয়ালে পার করার কারণে যানবাহনের যানজটে আটকে রয়েছে। আজ ১৮টি ফেরি স্থলে ১৩টি ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার করা হচ্ছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital