জানা গেছে, গভীর রাতে ওই বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগে। তৃতীয় তলার হাসপাতালটিতে কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃতদের মধ্যে কোনো করোনা রোগী আছে কিনা তা এখনো জানা যায়নি।
এদিকে, গত কয়েকদিন ধরে মুম্বাইয়ে করোনায় সংক্রমিত মানুষ শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৃহস্পতিবারও শহরটিতে নতুন করে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।