শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে দুই ম্যাচের দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে নাম লেখাল নেপাল। এছাড়া এক ম্যাচ হাতে থাকতেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলতে যাচ্ছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ হারায় বাংলাদেশ। এরপর কিরগিজ-নেপাল ম্যাচটি গোল শূন্য হয়।
সোমবার একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।