মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে সকাল দশটায় র্যালী বের হয়। র্যালী শেষে শহীদ মিনার চত্ত¡রে উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় চাটমোহর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ,এ মাসুম বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন অন্যান্যদের সাথে নিয়ে ২৬ টি দফতরের স্টল পরিদর্শন করেন।