শনিবার দুপুরে ভেড়ামারা পৌরসভার ফারাকপুর গ্রামের ঝুড়িপাড়ায় এই ঘটনা ঘটে। রান্নাঘরের আগুন থেকে সূত্রপাত হয়ে ৬টি বাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ভেড়ামারা পৌরসভার ফারাকপুর গ্রামের ঝুড়িপাড়ার কোরবান সর্দার ও আমীর হোসেন আমীরের রান্নাঘর থেকে আগুন ধরে সমস্ত বাড়ি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই। ৬টি বসতবাড়িতে ঘরের মধ্যে থাকা আসবাব পত্র, খাদ্য সামগ্রী, কবুতর, মুরগী এবং নগদ ১০ হাজার টাকা পুড়ে যায়। তবে সবকিছু যখন পুড়ে ছাই হয়ে গেলেও কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়।
উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।