টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণকালে হেলে পড়লো দুই ভবন

সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণকালে হেলে পড়লো দুই ভবন

গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় গভীর ড্রেন নির্মাণকালে পাশের দুটি ভবন হেলে পড়েছে।

শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটার পর টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভবন দুটি খালি করে পরিত্যক্ত ঘোষণা করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় মহাসড়কের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের গভীর ড্রেন নির্মাণকালে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে একটি দোতলা এবং নির্মাণাধীন একটি তিনতলা ভবন হেলে পড়েছে। ভবন দুটির মো. দেলোয়ার হোসেন ও বদরুল গং।

ফায়ার স্টেশন অফিসার ইকবাল আরো বলেন, ভবন দুটির পাইলিং খুব মজবুত না থাকায় এবং ড্রেনের জন্য গভীর করে মাটি খননের ফলে ভবন দুটির নিচ থেকে মাটি সরে যায়। এতে ভবন দুটি একপাশে হেলে পড়েছে।

খবর পেয়ে রাতেই গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর ফারুক আহমেদ এবং টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভবন দুটি যে কোনো সময় ধ্বসে পড়তে পারে। তাই ভবন দুটি খালি করে দিয়ে ভেঙে ফেলার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে এবং পরিতক্ত ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ বলেন, এরশাদ নগর ৮ নং ব্লকে অবাস্থিত ওই ভবন দুটি ছিল অনুমোদনহীন। এছাড়া এক/দেড় ফুট গভীর বেসের উপর ওই ভবন নির্মাণ করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ভবন দুইটি হেলে পড়ার খবর পেয়ে থানা পুলিশসহ ঘটনাস্থলে যাই এবং স্থানীয় ফায়ার স্টেশনেও খবর দেয়া হয়। পরে দুর্ঘটনা এড়াতে ভবনের লোকজন ও মালামাল সরিয়ে ফেলা হয়।

স্থানীয় ফায়ার স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হাসান ভবন দুইটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। শনিবার সিটি কর্পোরেশন অফিস বন্ধ থাকায় রোববার অভিযান চালিয়ে ভবন দুটি ভেঙে দেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital