শনিবার বিকেলে ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা যুবলীগের উদ্যােগে মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসুচির আয়োজন করা হয়। মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালণায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়াও অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার, সাধারন সম্পাদক অমরেশ রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।