টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
উত্তরায় হোটেলে থেকে ৫ তরুণীসহ আটক ৩১

উত্তরায় হোটেলে থেকে ৫ তরুণীসহ আটক ৩১

শ্রমিক লীগ নেতার হোটেলে থেকে পাঁচ তরুণীসহ আটক ৩১

রাজধানীর উত্তরায় ‘রিভার ওয়েভ’ হোটেল থেকে ৫ তরুণীসহ ৩১ জনকে আটক করেছে (র‌্যাব)।

রোববার রাতে অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ তাদের আটক করা হয়। শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খান ‘রিভার ওয়েভ’ হোটেলের মালিক।

র‌্যাব জানিয়েছে, উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যারা আটক রয়েছেন তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৫ তরুণী রয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital