রোববার (২৮ মার্চ) নিজের ফেসবুকে নতুন সিনেমার পোস্টার শেয়ার করেছেন এ অভিনেতা।
জনপ্রিয় নায়ক ও সাংসদ লিখেছেন, ‘সেলুলয়েডে ভারতীয় ফুটবলের জনক শ্রী নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। এটাই আমার ক্যারিয়ারের প্রথম কোনো বায়োপিকে কাজ। আশা করি, সিনেমাটি আপনাদের আবেগতাড়িত করবে, ঠিক যেভাবে এই কিংবদন্তি ব্রিটিশদের নাড়িয়ে দিয়েছিলেন।’
ভারতীয় ফুটবলার শ্রী নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটির নাম ‘ গোলন্দাজ’। ধ্রুব ব্যানার্জী পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবসে এমনটাই জানিয়েছেন দেব।
‘গোলন্দাজ’ সিনেমায় দেবের বিপরীতে আছেন ইশা। সর্বাধিকারীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। তার হাত ধরেই দেশের ফুটবলের ইতিহাস এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের মেলবন্ধন দেখানো হবে পর্দায়।